ই-মেইলের ঠিকানায় @ এর পরের অংশকে কী বলে?
A Username
B Domain name
C Host name
D Protocol
Solution
Correct Answer: Option B
- ই-মেইলের ঠিকানা দুইটি অংশে বিভক্ত।
- প্রথম অংশটি হল ব্যবহারকারী নাম। এর ঠিক পরপরই থাকে @ চিহ্নটি।
- তার পরে থাকে সংশ্লিষ্ট ব্যবহারকারীর প্রতিষ্ঠানের নাম বা ডোমেইন নাম।