“যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে" কোন কবিতার চরণ?
A আমি কিংবদন্তির কথা বলছি
B লোক লোকান্তর
C রক্তে আমার অনাদি অস্থি
D কবিতা, তোমার দরজায়
Solution
Correct Answer: Option A
- “যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে" লাইনটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ।
- উক্ত চরণটি আশির দশকে রচিত 'আমি কিংবদন্তীর কথা বলছি' কবিতা থেকে নেওয়া হয়েছে।