কর্তৃবাচ্যে ক্রিয়া পদ সবসময় কিসের অনুসারী হয়?
Solution
Correct Answer: Option A
- বাক্যের প্রকাশভঙ্গি বা কথা বলার ধরণকে বাচ্য (Voice) বলে।
- বাচ্য প্রধানত ৩ প্রকার। যথা: ১. কর্তৃবাচ্য, ২. কর্মবাচ্য এবং ৩. ভাববাচ্য।
- যে বাক্যে কর্তার প্রাধান্য থাকে এবং ক্রিয়াপদ সর্বদা কর্তার অনুসারী হয়, তাকে কর্তৃবাচ্য বলে।
- সহজ কথায়, কর্তৃবাচ্যে কর্তা প্রধান থাকে এবং ক্রিয়াটি কর্তার পুরুষ ও বচন অনুযায়ী নির্ধারিত হয়।
• উদাহরণ:
- ছাত্ররা (কর্তা) খেলা দেখছে (ক্রিয়া)। [এখানে 'দেখছে' ক্রিয়াটি 'ছাত্ররা' কর্তার অনুসারী]
- আমি (কর্তা) ভাত খাই (ক্রিয়া)। [এখানে 'খাই' ক্রিয়াটি 'আমি' কর্তার অনুসারী]
• ভুল অপশনগুলোর ব্যাখ্যা:
- কর্মের অনুসারী: কর্মবাচ্যে (Passive Voice) ক্রিয়াপদ কর্মের অনুসারী হয়। যেমন: আলেকজান্ডার কর্তৃক পারস্য বিজিত হয়েছে।
- বিধেয়ের অনুসারী: বিধেয় হলো বাক্যের একটি অংশ যেখানে কর্তা সম্পর্কে কিছু বলা হয়, কিন্তু ব্যাকরণগতভাবে ক্রিয়া বিধেয়ের অনুসারী হয় না, বরং ক্রিয়া বিধেয়েরই মূল অংশ।