বাংলাদেশের এফ. সি. ডি. আই প্রকল্পের উদ্দেশ্য:

A বন্যা নিয়ন্ত্রণ

B নিষ্কাশন

C সেচ প্রকল্প

D উপরের তিনটি (ক, খ ও গ)

Solution

Correct Answer: Option D

বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত এফসিডি আই প্রকল্পের পূর্ণরূপ হলো- 'বন্যা নিয়ন্ত্রণ, নিস্কাশন ও সেচ প্রকল্প (Flood Control, Drainage and Irrigation Projects)' । প্রধানত বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন এবং সেচ সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যেই এ প্রকল্প গ্রহণ করা হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions