বাংলাদেশ কত ডিগ্রি দাঘ্রিমার মধ্যে অবস্থিত ?
A ২৬⁰৩৮′ পূর্ব থেকে ৩৪⁰৪২′ পূর্ব
B ৮৮⁰০১′ পূর্ব থেকে ৯২⁰৪১′ পূর্ব
C ৯২⁰০১′ পূর্ব থেকে ৮৮⁰০১′ পূর্ব
D ৮৮⁰৪১′ পূর্ব থেকে ৯২⁰৩৪′ পূর্ব
Solution
Correct Answer: Option B
মূল মধ্য রেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোন স্থানের কৌণিক দূরত্বকে দ্রাঘিমারেখা (longitude bole) বলে। আর অক্ষরেখা (latitude) বলা হয় নিরক্ষরেখা থেকে উত্তর দক্ষিণে কোনো স্থানের কৌণিক দূরত্ব কে। বাংলাদেশ ৮৮⁰০১ পূর্ব থেকে ৯২⁰৪১ পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে। আর ২০⁰৩৪ উত্তর থেকে ২৬⁰৩৮ উত্তর অক্ষাংশে অবস্থিত।