অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুসারে বর্তমান দেশে ডাক্তারপ্রতি জনসংখ্যা কতজন?

A ২১৫৮৫

B ১৭২৪

C ২৩৭০ ৩

D ৫২০

Solution

Correct Answer: Option B

অর্থনৈতিক সমীক্ষা হলো বাংলাদেশের চলতি ও পূর্ববর্তী অর্থবছরসমূহের সমষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির মূল তথ্য-উপাত্তের সমন্বয়ে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ দলিল। প্রতি বছর জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রাক্কালে এই সমীক্ষা প্রকাশ করা হয়। বাজেটের পটভূমি হিসেবে দেশের আর্থ-সামাজিক অবস্থা তুলে ধরাই যার উদ্দেশ্য। তবে সমীক্ষার মূল লক্ষ্য হচ্ছে সমষ্টিক অর্থনীতির গতি-প্রকৃতি উপস্থাপন ও পর্যালোচনা। অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুসারে বর্তমান দেশে ডাক্তারপ্রতি জনসংখ্যা ১৭২৪, জনসংখ্যা ১৬ কোটি ৬৫ লক্ষ, জনসংখ্যার ঘনত্ব ১,১২৫। দারিদ্রের হার ২০.২৫, চরম দারিদ্র্যের হার ১০.৫।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions