বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
A খেলনা
B কারক
C বেদনা
D লিখিত
Solution
Correct Answer: Option A
বাংলা 'অনা' প্রত্যয় যোগে √খেল্+অনা = খেলনা শব্দটি গঠিত হয়েছে।
এরূপে গঠিত আরেকটি শব্দ হলোঃ
√দুল+অনা = দুলনা > দোলনা।
কিন্তু √কৃ+নক = কারক;
√লিখ্+ত = লিখিত;
√বিদ্+অন+আ = বেদনা সংস্কৃত কৃৎ-প্রত্যয় যোগে গঠিত হয়েছে।