শিক্ষক বললেন, "তোমরা ছুটি চাও?" - এই প্রত্যক্ষ উক্তির পরোক্ষ রূপ কোনটি?
A শিক্ষক বললেন, তোমাদের ছুটি লাগবে?
B আমাদের কবে নাগাদ ছুটি লাগবে জিজ্ঞেস করলেন।
C আমাদের ছুটি চাই কিনা শিক্ষক তা জিজ্ঞেস করলেন।
D একটিও না
Solution
Correct Answer: Option C
- প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকে ভাব অনুসারে পরিবর্তন করতে হয়।
প্রত্যক্ষ উক্তি: শিক্ষক বললেন, "তোমরা ছুটি চাও?"
পরোক্ষ উক্তি: আমাদের ছুটি চাই কিনা শিক্ষক তা জিজ্ঞেস করলেন।