'লাল লাল ফুল' বাক্যে কি অর্থে দ্বিরুক্তি হয়েছে?
A একবচন
B বহুবচন
C শূন্য
D ঈষৎ
Solution
Correct Answer: Option B
অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগেও বহুবচন সাধিত হয়।
এরকম দ্বিত্ব প্রয়োগে বহুবচনের কিছু উদাহরণ:
- হাঁড়ি হাঁড়ি সন্দেশ।
- কাঁড়ি কাঁড়ি টাকা।
- লাল লাল ফুল।
- পাকা পাকা আম।