‘বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে' বাক্য কোন শ্রেণির ?

A যৌগিক

B জটিল

C মিশ্র

D সরল

Solution

Correct Answer: Option A

- পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
- যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, নতুবা, অথচ, কিংবা, বরং প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।
যেমন:
- তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না
- বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions