নিচের কোনটি বার্ষিক গতির ফল নয়?
A দিবারাত্রির হ্রাস বৃদ্ধি
B ঋতু পরিবর্তন
C জোয়ার ভাটা সৃষ্টি
D আলো ও তাপের তারতম্য
Solution
Correct Answer: Option C
- সূর্যের মহাকর্ষ বলের আকর্ষণে পৃথিবী নিজের অক্ষের উপর অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে (ঘড়ির কাঁটার বিপরীতে) এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে ঘুরছে।
পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বলে।
• বার্ষিক গতির ফল (The results of Revolution):
বার্ষিক গতির ফল হলো-
- দিবারাত্রির হ্রাস-বৃদ্ধি,
- ঋতু পরিবর্তন।