সেইটেই ছিল আমার প্রিয় কলম- এ বাক্যের পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে?

A নির্দিষ্ট

B সুনির্দিষ্ট

C অনির্দিষ্ট

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে সুনির্দিষ্ট ভাব প্রকাশ করে।
যেমন :
- এটা নয় ওটা আন।
- ওটি যেন কার তৈরি?
- সেইটিই ছিল আমার প্রিয় কলম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions