কোনটি ভাষা-পরিবারের নাম নয়?

A ইন্দো ইউরোপীয়

B আফ্রিকীয়

C ইন্দো-ইরানীয়

D অস্ট্রো-এশীয়

Solution

Correct Answer: Option B

ভাষা পরিবারগুলো হলো- ইন্দো-ইউরোপীয়, চীনা-তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয়


• ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীতে গৌড়ীয় প্রাকৃত হতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে।
• ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, দশম থেকে চতুর্দশ শতাব্দীতে মাগধী প্রাকৃত হতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে।
• প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা ।
• প্রাকৃত ভাষা থেকে উৎপত্তি হয়েছে পালি এবং অপভ্রংশের ।
• সংস্কৃত ভাষা ছিল লেখা ও পড়ার ভাষা । তা কথ্য ছিল না।
• ভারতীয় আর্যভাষার প্রাচীন ভাষাগুলোকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্যভাষা। প্রাচীন ভারতীয় আর্যভাষার প্রাচীন রূপ পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রগুলোতে ।
• বৈদিক ভাষার পরিবর্তিত সংস্করণ হলো সংস্কৃত ভাষা অর্থাৎ বিধিবদ্ধ, পরিশীলিত, শুদ্ধভাষা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions