একটি ত্রিভুজের একটি কোণ যদি ২য় কোণের তিনগুণ এবং ৩য় কোণ যদি ২য় কোণের চেয়ে ৩০ ডিগ্রি বড় হয় তবে প্রথম কোণটি কত ডিগ্রি?
Solution
Correct Answer: Option D
ধরি , ২য় কোণ = x
১ম কোণ = ৩x
এবং ৩য় কোণ = x+৩০⁰
শর্তমতে , x+৩x+x+৩০⁰=১৮০⁰
৫x=১৮০⁰-৩০⁰
∴ x=১৫০⁰/৫
∴x=৩০⁰
১ম কোণ = ৩×৩০⁰=৯০⁰
২য় কোণ = ৩০⁰
৩য় কোণ =৩০⁰ +৩০⁰=৬০⁰