Which has the identical singular and plural form?
Solution
Correct Answer: Option B
প্রশ্নে singular এবং plural একই রকম হওয়া noun খুঁজতে বলা হয়েছে।
- Dice শব্দটি এমন একটি noun যার singular এবং plural ফর্ম একই, অর্থাৎ singular হিসেবে dice এবং plural হিসেবেও dice ব্যবহার হয়। তবে সাধারণ কথ্যভাষায় singular ই dice, plural ই dice হলেও, গুরুত্ব সহকারে বলা যায় singular ফর্ম হলো die এবং plural হলো dice, কিন্তু অনেক সময় dice কে singular ও plural দুটোতেই ব্যবহার করা হয়।
- অন্যদিকে, spectrum এর plural হল spectra বা spectrums, stimulus এর plural হল stimuli, আর basis এর plural হল bases। তাই এদের singular এবং plural ফর্ম একই নয়।
- অনান্য কিছু উদাহরণ যেমন sheep, deer, aircraft ইত্যাদি noun-গুলোর singular ও plural ফর্ম একই থাকে, কিন্তু সেগুলো এখানে অপশনের মধ্যে নেই।
সুতরাং, উল্লেখিত অপশনগুলোর মধ্যে dice একমাত্র শব্দ যার singular এবং plural ফর্ম একই (প্রচলিত ব্যবহার অনুসারে), তাই সঠিক উত্তর হলো dice।