Solution
Correct Answer: Option B
⇒ 'নদী ও নারী' বাংলা সাহিত্যের একটি ধ্রুপদি বা ক্লাসিক উপন্যাস। এর রচয়িতা হলেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও লেখক হুমায়ুন কবির।
⇒ এটি তিনভাগে বিভক্ত উপন্যাস । পদ্মপাড়ের মানুষের জীবিকার পাশাপাশি প্রকৃতির সাথে তাদের যে সংগ্রাম ,মানুষে মানুষে হিংসা -দ্বেষ , প্রেম এবং মানবিকতা উপন্যাসের মূল বিষয়বস্তু ।
⇒ উপন্যাসটির জনপ্রিয়তা ও গুরুত্ব এতটাই যে, এটি 'Men and Rivers' নামে ইংরেজিতে অনূদিত হয়েছিল। এছাড়া ১৯৫৬ সালে এই উপন্যাস অবলম্বনে একটি বিখ্যাত চলচ্চিত্রও নির্মিত হয়।
⇒ সতর্কতা: শিক্ষার্থীদের মনে রাখা জরুরি যে—হুমায়ুন আহমেদ (জনপ্রিয় কথাশিল্পী), হুমায়ুন আজাদ (ভাষাবিদ ও প্রাবন্ধিক) এবং হুমায়ুন কবির তিনজন ভিন্ন ব্যক্তি। নামের মিল থাকলেও 'নদী ও নারী' হুমায়ুন কবিরেরই কালজয়ী সৃষ্টি।
======================
হুমায়ুন কবির রচিত অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থঃ
- স্বপ্নসাধ (কবিতা),
- সাথী (কবিতা),
- ইমানুয়েল কান্ট (১৯৩৬),
- শরৎ সাহিত্যের মূলতত্ত্ব (১৯৪২),
- বাংলার কাব্য (১৯৪৫)(সমালোচনা গ্রন্থ),
- মার্ক্সবাদ (১৯৫১),
- মীর্জা আবু তালিব খান (১৯৬১),
- Poetry, Monads and Society (1941),
- Muslim Politics in Bengal (1943),
- রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৪৫),
- " শিক্ষক ও শিক্ষার্থী " ( প্রবন্ধ)