'মায়ের সঙ্গে এ মেয়ের তুলনা হয় না' – এই বাক্যে 'সঙ্গে' অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Solution
Correct Answer: Option D
'সঙ্গে' অনুসর্গটি একাধিক অর্থে ব্যবহৃত হতে পারে, যেমন: সহগামিতা (একসাথে যাওয়া বা থাকা) বা তুলনা। বাক্যের প্রসঙ্গের উপর এর অর্থ নির্ভর করে।
এই বাক্যে "মায়ের সঙ্গে এ মেয়ের তুলনা" বলতে মায়ের এবং মেয়ের মধ্যে একটি তুলনা বোঝানো হচ্ছে। এখানে একসাথে থাকার বা যাওয়ার কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না।