'আমার কাছে আর কে আসবে?' – এখানে 'কাছে' অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Solution
Correct Answer: Option C
'কাছে' অনুসর্গটিও বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে, যেমন - নিকট (Proximity), অধিকার (Possession), বা জিজ্ঞাসা।
প্রদত্ত বাক্যে, "আমার কাছে আর কে আসবে?" বলতে বক্তার নিকটে বা সমীপে আসার কথা বলা হচ্ছে। এখানে বক্তার অধিকারে কিছু থাকা বা অন্য কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। এটি স্থানগত নৈকট্য বোঝাচ্ছে।