অনুজ্ঞা কোন কোন কালে ব্যবহৃত হয়?

 

A বর্তমান ও ভবিষ্যত কালে

B ভবিষ্যত ও অতীত কালে

C অতীত ও বর্তমান কালে

D ভবিষ্যত কালে

Solution

Correct Answer: Option A

- অতীতকালের অনুজ্ঞা হয় না।
- উত্তম পুরুষের অনুজ্ঞা হয় না। কারণ কেউ নিজেকে আদশ করতে পারে না,।
- অপ্রত্যক্ষ বলে নাম পুরুষের অনুজ্ঞা হয় না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions