Solution
Correct Answer: Option A
বাংলা শিশুসাহিত্যের একটি জনপ্রিয় রূপকথার সংকলন ঠাকুরমার ঝুলি । দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এই গ্রন্থের সংকলন করেন।
জনপ্রিয় রূপকথার সংকলনটি চারটি খণ্ডে প্রকাশিত হয়।
যথাঃ
- ঠাকুরমার ঝুলি,
- ঠাকুরদাদার ঝুলি,
- ঠানদিদির থলে,
- দাদামাশয়ের থলে।