বাংলাদেশের বৃহত্তম হাওড়-

A হাইল

B হাকালুকি

C চলনবিল

D পাথর চাউলি

Solution

Correct Answer: Option B

- বাংলাদেশের বৃহত্তর হাওর হাকালুকি হাওর, যার আয়তন ২৪,২৯২ হেক্টর। 
- হাকালুকি হাওর সিলেট জেলার ফেঞ্ঝুগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এবং মৌলভীবাজার জেলার বড়লেখা ও কুলাউড়া উপজেলা জুড়ে বিস্তৃত। 
- দেশের ক্ষুদ্রতম হাওরের নাম বুরবুক হাওর। সিলেটের জৈন্তাপুরে অবস্থিত এ হাওরের আয়তন ৪১ হেক্টর।
 
 
- হাইল বিল মৌলভীবাজার জেলায় অবস্থিত। 
- চলনবিল বাংলাদেশের বৃহত্তম বিল। চলন বিল পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলায় বিস্তৃত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions