Solution
Correct Answer: Option D
যদি ক, চ, ট, ত্, প্ ব্যঞ্জনধ্বনিগুলোর পরে স্বরধ্বনি থাকে, তবে সেগুলো পরিবর্তিত হয়ে যথাক্রমে গ্, জ্, ড্ (ড়্), দ্, ব্ হয় এবং পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়।
উদাহরণ:
✔ ষট্ + আনন = ষড়ানন
✔ সুপ্ + অন্ত = সুবন্ত
✔ ণিচ্ + অন্ত = ণিজন্ত।