Writing a beautiful sonnet is as much an achievement as to finish a 400 - page novel
Solution
Correct Answer: Option A
- As much as এর আগে দেখুন Writing a ....... আছে, যা (verb + ing) এই Form এর। কিন্তু As much as এর পরে দেখুন To finish...... আছে, যা (to + verb) এই Form এর।
- বুঝতে না পারলে নিচে লক্ষ্য করূনঃ {Writing a .......}{To finish.........}>as much as কাজেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে, as much as এর আগে এবং পরে হয় (verb + ing) এই Structure অথবা (to + verb) এই Structure.
- দেখুন শুরুতে Writing a আছে যার নিচে কোনো দাগ নেই। তাই (verb + ing) এই Structure কে সঠিক ধরতে হবে। আর সেক্ষেত্রে পরের To finish এর নিচে দাগ আছে বলে Finish এর আগে Infinitive হিসেবে 'to' না বসিয়ে বরং Finish এর পরে Present participle form হিসেবে verb + ing যুক্ত করে Writing এর সাথে মিল রেখে Finishing করতে হবে।
- বাক্যের অর্থঃ সুন্দর একটি ‘সনেট' রচনা করা ৪০০ পৃষ্ঠার একটি উপন্যাস রচনার মতোই বিশাল অর্জন ।