A virus that replicates itself is called -
Solution
Correct Answer: Option B
একটি ভাইরাস, যা খুব সহজেই নিজের একাধিক অনুলিপি তৈরি করতে পারে, তাকে বলে Worm । এটি এমন একটি প্রোগ্রাম, যা নিজের প্রতিলিপি অন্য নেটওয়ার্কভুক্ত কম্পিউটারে পাঠানোর জন্য একটা নেটওয়ার্ক ব্যবহার করে এবং তা কোনো মধ্যবর্তী ব্যবহারকারী ছাড়াই ।