Solution
Correct Answer: Option B
- BIOS বলতে বোঝায় RO,BIOS এ একটি ফার্মওয়্যারের সাহায্যে ডেটা এবং নির্দেশনাকে । এটা চালু করতে আগে প্রোসেসর চালু করতে হয়।
- ফার্মওয়্যার হচ্ছে এমন একটি প্রোগ্রাম, যাকে কম্পিউটার তৈরি সময়ে কম্পিউটারের মেমোরিতে (রোম) এ স্থায়ীভাবে ধারণ করে দেয়া হয় ।