'ও কি ক্ষুধাতুর পাঁজরায় বাজে.......... ।' চরণটির শূন্যস্থানে কী হবে?
Solution
Correct Answer: Option C
ও কি দরিয়ার গর্জন,- ও কি বেদনা মজলুমের!
ও কি ধাতুর পাঁজরায় বাজে মৃত্যুর জয়ভেরী।
পাঞ্জেরি!
- চরণটি ফররুখ আহমেদ এর রচিত পাঞ্জেরি কবিতা থেকে নেওয়া হয়েছে।
- ‘পাঞ্জেরী’ কবিতাটি ফররুখ আহমদ রচিত সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের অন্তর্গত।
- ১৯টি কবিতার সমন্বয়ে রচিত ফররুখ আহমদের প্রথম প্রকাশিত ও শ্রেষ্ঠ কাব্য ‘সাত সাগরের মাঝি (১৯৪৪)।
- মুসলিম জাগরণের লক্ষ্যে কাব্যের কবিতাগুলি লিখিত । ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কাব্যটির মূল সুর। ‘সাত সাগরের মাঝি ও ‘পাঞ্জেরি' এ কাব্যের বিখ্যাত কবিতা।
- ফররুখ আহমদ রচিত কাব্যনাট্য: ‘নৌফেল ও হাতেম' (১৯৬১); কাহিনীকাব্য: ‘হাতেমতায়ী' (১৯৬৬); শিশুতোষ গ্রন্থ: ‘পাখির বাসা' (১৯৬৫)।
- ইসলামি রেনেসাঁর কবি বা ইসলামি স্বাতন্ত্রবাদী কবি বলা হয় তাকে ।