হাড় ও দাঁতকে মজবুত করে-

A আয়োডিন

B আয়রন

C ম্যাগনেসিয়াম

D ক্যালসিয়াম ও ফসফরাস

Solution

Correct Answer: Option D

- প্রানীদের হাড় এবং দাঁতের একটি উপাদান হলো ক্যালসিয়াম। ক্যালসিয়ামের মতো ফসফরাস ও হাড়ের একটি উপাদান ।
- মানুষের শরীরের মোট ওজনের শতকরা দুইভাগ হচ্ছে ক্যালসিয়াম। অস্থি এবং দাঁতের ফসফরাস ও ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে এর ৯০% শরীরে সঞ্চিত থাকে সাধারণত।
- দেহে পরিমাণের দিক দিয়ে খনিজ লবণগুলোর মধ্যে ক্যালসিয়ামের পরপরই ফসফরাসের স্থান।
- ফসফরাসের অভাবে রিকেটস, অস্থিক্ষয়তা, দন্তক্ষয় এসব রোগ দেখা দেয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions