একটি বাঁশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?
A ১৬ মিটার
B ১২ মিটার
C ২০ মিটার
D ১৫ মিটার
Solution
Correct Answer: Option C
একটি বাঁশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে আছে।
বাকি অংশ ১ - ১/৪ - ৩/৫ অংশ
= (২০ - ৫ - ১২)/২০ অংশ
= ৩/২০ অংশ
৩/২০ অংশ = ৩ মিটার
১ অংশ = (৩ × ২০)/৩ মিটার
= ২০ মিটার
∴ বাঁশটির দৈর্ঘ্য ২০ মিটার।