Correct Answer: Option B
‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রোমান্টিক উপন্যাস। এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে। উপন্যাসটির অন্যতম প্রধান চরিত্র - অমিত ও লাবণ্য।
তাঁর বিখ্যাত কয়েকটি উপন্যাসঃ
- শেষের কবিতা,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- যোগাযোগ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায়।
রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ মোট ৫৬টি।
উল্লেখযোগ্য কয়েকটি : মানসী, ক্ষণিকা, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, পত্রপুট, চিত্রা, চৈতালী, কল্পনা, সেঁজুতি ইত্যাদি।
তার উল্লেখযোগ্য নাটক : বাল্মিকী প্রতিভা, তাসের দেশ, ডাকঘর
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions