কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ ?

A বাক্‌ + দান = বাগদান

B উৎ + ছেদ = উচ্ছেদ

C পর + পর = পরস্পর

D সম + সার = সংসার

Solution

Correct Answer: Option C

কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না । এগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি । পর + পর = পরস্পর নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি । 
আরও কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধি:
- আ + চর্য = আশ্চর্য, 
- গো + পদ = গোষ্পদ, 
- বন্‌ + পতি = বনস্পতি, 
- বৃহৎ + পতি = বৃহস্পতি, 
- ষট্‌ + দশ = ষোড়শ, 
- মনস্‌ + ঈষা = মনীষা, 
- এক্‌ + দশ = একাদশ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions