কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না । এগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি । পর + পর = পরস্পর নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি ।
আরও কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধি:
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- বন্ + পতি = বনস্পতি,
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- ষট্ + দশ = ষোড়শ,
- মনস্ + ঈষা = মনীষা,
- এক্ + দশ = একাদশ ।