ASEAN এর পূর্ণরূপ কি?

A Association of South-East Asian Nation

B Association of South-East African Nations

C Association of South European Asian Nations

D Association of South East African Nations

Solution

Correct Answer: Option A

- ASEAN এর পূর্ণরূপ হলো Association of Southeast Asian Nations.

- ইন্দোনেশিয়ার জাকার্তায় ১৯৬৭ সালে দক্ষিণপূর্ব এশিয়ান আঞ্চলিক সহযোগিতা সংস্থা (ASEAN) প্রতিষ্ঠিত হয়েছিল।

- ASEAN এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত।

- দক্ষিণপূর্ব এশিয়ার ১০টি দেশ ASEAN এর সদস্য, যথা- ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

- ASEAN প্রতিবছর দুইবার শীর্ষ সম্মেলন করে।

- ASEAN এর প্রথম সম্মেলন ১৯৭৬ সালে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হয়েছিল।

- ASEAN এর সর্বশেষ, ৪২তম সম্মেলন ২০২৩ সালের মে মাসে ইন্দোনেশিয়ার তিমুরে অনুষ্ঠিত হয়েছিল।

- প্রতিবছর ৮ আগস্ট ASEAN দিবস হিসেবে পালন করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions