কোনো পদের বর্ণবিশেষের লোপ বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয়?
A ড্যাস
B ইলেক
C উদ্ধরণ
D কমা
Solution
Correct Answer: Option B
- বাংলা ব্যাকরণে কোনো শব্দ থেকে কোনো বর্ণের লোপ বা বিলুপ্তি ঘটলে তা বোঝানোর জন্য ইলেক বা লোপ চিহ্ন (') ব্যবহার করা হয়।
- এই চিহ্নটি বিলুপ্ত বর্ণের স্থানে বসে এবং উচ্চারণের সময় সেই বিলুপ্ত বর্ণটিকে ছাড়াই শব্দটি পড়া হয়।
- এটি সাধারণত কবিতায় ছন্দের মিল রাখার জন্য বা কথ্য ভাষার রূপ লেখায় ফুটিয়ে তোলার জন্য ব্যবহৃত হয়।
উদাহরণ:
- মাথার 'পরে (ওপরে) হাত রেখে দোয়া করে দাও।
- এটা তার' (তাহার) নয়।