মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধানের নাম কী?
A অ্যাডমিরাল লুসি ব্রাউন
B অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি
C অ্যাডমিরাল সামিরা ক্লাউ
D অ্যাডমিরাল জোলি ক্লে
Solution
Correct Answer: Option B
- মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধানের নাম অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি।
- তিনিই যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী, যিনি জয়েন্ট চিফস অব স্টাফ হিসেবে কাজ করবেন।
- ‘যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী, যিনি চার স্টার অ্যাডমিরালের মর্যাদা অর্জন করেছেন।
- প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান হিসেবে অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দেন।
সোর্সঃ কালের কণ্ঠ।