‘বই পড়া’ প্রবন্ধটি কার?

A রবীন্দ্রনাথ ঠাকুর

B প্রমথ চৌধুরী 

C মোতাহের হোসেন চৌধুরী

D হায়াৎ মাহমুদ

Solution

Correct Answer: Option B

- প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধ ‘বই পড়া।
- তিনি একটি লাইব্রেরির বার্ষিক সভায় অতিথি হিসেবে যে অভিভাষণ প্রদান করেন তা তাঁর ‘প্ৰবন্ধ সংগ্ৰহ’ গ্রন্থে ‘বই পড়া’ নামে সন্নিবেশিত হয়।
♦ তাঁর রচিত প্রবন্ধগ্রন্থঃ
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- নানাচর্চা,
- আত্মকথা,
- তেল নুন লকড়ি,
- বীরবলের হালখাতা,
- নানাকথা,
- প্রবন্ধসংগ্রহ ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions