কোনটি সক্রিয় বাক্যের উদাহরণ?

A  আমার মা চাকরি করেন

B তিনি বাংলাদেশের নাগরিক

C হযরত মুহম্মদ (স) একজন আদর্শ মানব ।

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option A

- সক্রিয় বাক্য: যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে, সেগুলোকে সক্রিয় বাক্য বলে। যেমন: আমার মা চাকরি করেন।

- অক্রিয় বাক্য: যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে না, সগুলোকে অক্রিয় বাক্য বলে। যেমন- তিনি বাংলাদেশের নাগরিক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions