নিচের কোনটি সরল বাক্য তা চিহ্নিত করুন।

A যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম

B যখনি তাদের দর্শন পেলাম, তখনি আমরা প্রস্থান করলাম

C তার দর্শনমাত্রই আমরা প্রস্থান করলাম

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option C

• যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থকে, তাকে সরল বাক্য বলে।

যেমন-
- স্নেহময়ী জননী স্বীয় সন্তানকে প্রাণাপেক্ষা ভালবাসেন;
- তার দর্শনমাত্রই আমরা প্রস্থান করলাম;

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions