- যে গাভী প্রসবও করে না, দুধও দেয় না --- গোবশা।
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্তপুর্ণ এক কথায় প্রকাশঃ
♦ যে বহু বিষয় জানে--- বহুজ্ঞ
♦ দ্বারে থাকে যে--- দৌবারিক
♦ কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ -- কর্মঠ
♦ যে অননরত কাঁদছে -- রোরুদ্যমান
♦ আটপৌরে--- যা সব সময় পরার উপযোগী
♦ জয় সূচনা করে এরুপ তিথি -- শুভ তিথি
♦ যা সাধারনের মধ্যে দেখা যায়না -- অনন্যসাধারন
♦ শত্রুকে পীড়া দেয় যে --- পরন্তপ
♦ ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি -- ঋত্বিক
♦ চোখের কোন -- অপাঙ্গ