একটি রম্বসের ক্ষেত্রে কোনটি সঠিক?

A বিপরীত বাহু সমান

B বিপরীত বাহু সমান্তরাল

C বিপরীত কোণ সমান

D উপরের সবগুলো

Solution

Correct Answer: Option D

- যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
- রম্বসের সকল বাহু সমান হয়। 
- রম্বসের একটি কোণও সমকোণ নয়। 
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions