‘সিয়াচেন হিমবাহ’ কোথায় অবস্থিত?

A কাঠমান্ডু

B কাশ্মীর

C ভুটান

D হিমাচল

Solution

Correct Answer: Option B

- সিয়াচেন হিমবাহ হিমালয়ের পূর্ব কারাকোরাম পর্বতমালার ৩৫.৫° উত্তর ৭৭.০° পূর্ব অবস্থান অক্ষাংশে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার ঠিক পূর্বদিকে কাশ্মীরে অবস্থিত।
- ৭০ কিমি দীর্ঘ কারাকোরামের বৃহত্তম ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অমেরুপ্রদেশীয়।
- এই হিমবাহটি ভারতের নিয়ন্ত্রণাধীন। ভারত এখানে পৃথিবীর উচ্চতম হেলিপ্যাডটি নির্মাণ করেছে।
- সমুদ্রপৃষ্ঠ থেকে ২১,০০০ ফুট উঁচুতে এই হিমবাহেই পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রটি অবস্থিত।
- পাকিস্তান সল্টোরিও রিজের পশ্চিমে এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions