স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত?
A নরওয়ে ও সুইডেন
B নরওয়ে ও যুক্তরাজ্য
C সুইডেন ও যুক্তরাজ্য
D নরওয়ে ও জার্মানি
Solution
Correct Answer: Option A
স্ক্যান্ডিনেভিয়া (প্রাচীন স্ক্যান্ডিয়া) উত্তর ইউরোপের তিনটি দেশ তথা নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের জন্য দেয়া নাম। এদের মধ্যে নরওয়ে ও সুইডেন স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ গঠন করেছে।