একটি সংখ্যা ৮০ হতে যতো বড় ১৩০ হতে ততো সংখ্যাটি কত ?
Solution
Correct Answer: Option D
ধরি, সংখ্যাটি ৮০ হতে x পরিমাণ বড়
এবং ১৩০ হতে x পরিমাণ ছোট
প্রশ্নমতে, ৮০ + x = ১৩০ - x
=> x + x = ১৩০ - ৮০
=> ২x = ৫০
∴ x = ৫০/২ = ২৫
∴ সংখ্যাটি হল = ৮০ + ২৫ = ১০৫
Shortcut: সংখ্যাটি = ৮০+১৩০/২ = ১০৫