ফকির বাহিনীর অভিযান পরিচালনার কেন্দ্ররূপে ব্যবহৃত দুর্গ কোথায় অবস্থিত ছিল?
Solution
Correct Answer: Option B
- ফকির-সন্ন্যাসী বিদ্রোহ বলতে মূলত আঠারো শতকের শেষের দিকে (১৭৬০-১৮০০ খ্রিস্টাব্দ) বাংলাতে ফকির ও সন্ন্যাসী বা মুসলিম ও হিন্দু তাপসদের তৎকালীন ব্রিটিশ শাসন বিরোধী আন্দোলনকে বোঝায়।
- মজনু শাহের নেতৃত্বে ফকিরগণ রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুর, পাবনা, ঢাকাসহ বিভিন্ন স্থানে ইংরেজ বিরোধী তৎপরতা শুরু করে।
- ফকিরগণ বগুড়ার মহাস্থানে ১৭৬৬ সালে একটি দুর্গ নির্মাণ করে।
- পরবর্তীকালে এই দুর্গ থেকেই এ স্থানের নাম হয় মহাস্থানগড়।
- এই দুর্গই বহুদিন পর্যন্ত ফকির বাহিনীর অভিযান পরিচালনার কেন্দ্ররূপে ব্যবহৃত হয়।
- ইংরেজদের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ প্রতিরোধ আন্দোলন হল এই ফকির সন্যাসী বিদ্রোহ।