Solution
Correct Answer: Option C
- বাংলাদেশের প্রধান ও বৃহত্তম নদীবন্দর নারায়ণগঞ্জে। এটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত।
- বর্তমানে বাংলাদেশে নদী বন্দর ৫৪টি।
- বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর নারায়ণগঞ্জ।
- বাংলাদেশের সর্বশেষ নদীবন্দর হাতিয়া উপকূলীয় নদী বন্দর।
- দেশের উপকূলীয় নদীবন্দর ২টি: সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর ও হাতিয়া উপকূলীয় নদী বন্দর।