• প্র, পরা, পরি, নির উপসর্গের পরে স্বরবর্ণ থাকলে কৃৎ প্রত্যয়ে মূর্ধন্য-ণ ব্যবহৃত হয়। উদাহরণ: প্রণাম, পরিণত।
• কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়।
যেমন: চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থাণু, গুণ, পুণ্য ও বেণী।