দুটি বলের লব্ধি বলদ্বয়ের সমষ্টির সমান হলে, বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?

A ৯০°

B ৬০°

C ০°

D ৪৫°

Solution

Correct Answer: Option C

» দুইটি বলের লব্ধি বলদ্বয়ের সমষ্টি সমান হলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ- ০ ডিগ্রী
 
» দুইটি বলের লব্ধি বলদ্বয়ের অন্তরফলেরসমান হলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ- ৪৫ ডিগ্রী।
 
» দুইটি বলের লব্ধির বর্গ বলদ্বয়ের বর্গের সমষ্টির সমান হলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ- ৯০ ডিগ্রী।
 
» যদি দুটি বল P ও Q একই সরলরেখায় কাজ করে কিন্তু পরস্পর বিপরীতমুখী, তখন বলদ্বয়ের লব্ধি- R =P-Q

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions