‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা' কোন ধরনের গ্রন্থ?
Solution
Correct Answer: Option A
- বাঙালি লেখক শহীদুল জহির বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিকে ধারণ করে রচনা করেন নাতিদীর্ঘ উপন্যাস ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা' (১৯৮৭)।
- এ উপন্যাসে তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের রাতের ঘটনাবলির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে রাজাকারদের পুনর্বাসন ও ক্ষমতায়নকে তুলে ধরেছেন।
- ২০২২ সালে উপন্যাসটি 'লাইফ অ্যান্ড পলিটিক্যাল রিয়ালিটি : টু নভেলাস' শিরোনামে ইংরেজি ভাষায় অনূদিত হয়।
তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- 'উড়াল' (১৯৮৩),
- 'চন্দনবার্ন' (১৯৮৪),
- 'সে রাতে পূর্ণিমা ছিল' (১৯৯৫),
- 'মুখের দিকে দেখি' (২০০৬),
- ‘আবু ইব্রাহীমের মৃত্যু' (২০০৯),
- 'মেহেরনি'।