কোনটি জাহানারা ইমাম রচিত গ্রন্থ নয়?

A একাত্তরের দিনগুলি

B ক্যান্সারের সাথে বসবাস

C নিসঙ্গ পাইন

D আমি বিজয় দেখেছি

Solution

Correct Answer: Option D

- এম আর আখতার মুকুল রচিত আত্মকাহিনী ভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর গ্রন্থ 'আমি বিজয় দেখেছি (১৯৮৫)।

- গ্রন্থটিতে লেখক শুধু মুক্তিযুদ্ধের সময়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে আগরতলা মামলাসহ অন্যান্য বিষয়ও আলোচনা করেছেন।


- 'শহিদ জননী জাহানারা ইমামের মুক্তিযুদ্ধভিত্তিক দিনলিপি 'একাত্তরের দিনগুলি' । জাহানারা ইমামের লেখা ব্যক্তিগত ডায়েরী থেকে ১ মার্চ, ১৯৭১ থেকে ১৭ ডিসেম্বর, ১৯৭১ সাল পর্যন্ত ঘটনাবলি নিয়ে ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে একাত্তরের দিনগুলি' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

তাঁর রচিত অন্যান্য গ্রন্থ:
- ‘সাতটি তারার ঝিকিমিকি' (১৯৭৩),
- 'অন্য জীবন' (১৯৮৫),
- একাত্তরের দিনগুলি' (১৯৮৬),
- 'বিদায় দে মা ঘুরে আসি(১৯৮৯),
- 'বুকের ভিতর আগুন' (১৯৯০),
- 'নিঃসঙ্গ পাইন' (১৯৯০),
- 'নাটকের অবসান' (১৯৯০),
- 'ক্যান্সারের সঙ্গে বসবাস' (১৯৯১),
- প্রবাসের দিনগুলি (১৯৯২)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions