চাষার দুক্ষু- রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
A রোকেয়া রচনাবলী
B রবীন্দ্র রচনাবলী
C পদ্মাবতী
D সুলতানার স্বপ্ন
Solution
Correct Answer: Option A
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত 'চাষার দুক্ষু' প্রবন্ধটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত 'রোকেয়া রচনাবলি' গ্রন্থ থেকে সংকলিত।
- এ প্রবন্ধে তিনি চাষাদের দুঃখ-দুর্দশার প্রকৃত চিত্র উপস্থাপন করেছেন এবং একইসাথে ভারতীয় সভ্যতার অগ্রগতিও তুলে ধরেছেন।