নিচের কোনটি বাংলা প্রত্যয়জনিত নারীবাচক শব্দ?

A শিক্ষিকা 

B নায়িকা 

C অভিসারিনী 

D গায়িকা 

Solution

Correct Answer: Option C

বাংলা প্রত্যয়জনিত নারীবাচক শব্দ অভিসারিনী। এ প্রত্যয়গুলো বাংলা শব্দের সাথে যুক্ত হয়। পুরুষবাচক শব্দের শেষে ঈ থাকলে নারীবাচক শব্দে নী হয় এবং আগের ঈ পরবর্তীতে ই হয়। 
যেমনঃ
ভিখারী- ভিখারিনী, 
অভিসারী- অভিসারিনী ইত্যাদি। 
এখানে ভিখারী ও অভিসারী খাঁটি বাংলা শব্দ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions