'হাঁড়ি হাঁড়ি সন্দেশ' বাক্যাংশটি বহুবচনজ্ঞাপক হয়েছে-
A সমষ্টিবাচক শব্দযোগে
B বহুত্ববাচক শব্দযোগে
C পদের দ্বিত্ব প্রয়োগে
D সমার্থক শব্দের দ্বিত্ব প্রয়োগে
Solution
Correct Answer: Option C
যে শব্দ দ্বারা কোন প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়, তাকে বহুবচন বলে। যেমন -তারা গেল ।
অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগেও বহুবচন সাধিত হয় ।
যেমন:
- 'হাঁড়ি হাঁড়ি সন্দেশ' (বিশেষ্য+ বিশেষ্য)।
-- লাল লাল ফুল (বিশেষণ +বিশেষণ )